আদালতের আদেশ অমান্য করে বিহারি ক্যাম্প উচ্ছেদ করায় আপিল বিভাগে মেয়র আতিকুল ইসলামসহ ৭ জনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করা হয়েছে। আতিকুল ইসলাম ছাড়াও ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা মোজাম্মেল হক, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল আমিরুল ইসলাম, পুলিশ কমিশনার শফিকুল ইসলাম, মিরপুর জোন ডিএমপির উপ-পুলিশ কমিশনার মেহতাব উদ্দিন, ডিএনসিসির ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুর রউফ নান্নু এবং পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী ওয়াজেদ আলির বিরুদ্ধেও আদালত অবমাননার অভিযোগ আনা হয়েছে।