কেন্দ্রের ভুলেই নাগেশ্বরীতে হারলেন আ.লীগ প্রার্থী
কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভা নির্বাচনে মেয়র পদের পাঁচ প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী চতুর্থ হয়েছেন। দলীয় প্রার্থীর এমন ভরাডুবির পেছনে কেন্দ্রের ভুল সিদ্ধান্তকে দায়ী করছেন তৃণমূলের নেতারা। তাঁদের মতে, অপরিচিত ও অজনপ্রিয় ব্যক্তিকে মনোনয়ন দেওয়ায় ফলাফলে বিপর্যয় ঘটেছে।
এই পৌরসভায় মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগেরই ‘বিদ্রোহী’ প্রার্থী মোহাম্মদ হোসেন। তিনি উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য। আর দলীয় প্রার্থী ফরহাদ হোসেন জেলা যুবলীগের সাবেক সভাপতি ও কুড়িগ্রাম-১ আসনের সাংসদ আসলাম হোসেন সওদাগরের ভাই। নির্বাচনে মোহাম্মদ হোসেন পান ১১ হাজার ৯৭৪ ভোট। আর ফরহাদ হোসেন পান ৫ হাজার ৭২ ভোট।