লবণাক্ততাকে জয় করেছেন উপকূলের কৃষকরা

জাগো নিউজ ২৪ ডুমুরিয়া প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২১, ০৯:২৪

একটা সময় ছিল যখন একবার ধান রোপণের পর প্রায় ৯ মাস পতিত থাকত খুলনার দাকোপ ও ডুমুরিয়ার অধিকাংশ জমি। এখন সেখানে একদিনও জমি পতিত রাখছেন না কৃষকরা।

বছরের প্রায় ছয় মাস লবণাক্ত থাকলেও সেই লবণাক্ত জমিতেই লবণসহিষ্ণু ফসল চাষাবাদ করছেন তারা। ধান, তরমুজ, ভুট্টা, তেলবীজসহ (সূর্যমূখী) অনেক ফসল ফলছে লবণাক্ত এসব জমিতে। ফলে আগের মতো এখন আর অলস সময় পার করেন না এ দুই উপজেলার অর্ধলক্ষাধিক কৃষক।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও