জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলার পর সাময়িক বরখাস্ত অবস্থায় আছেন কারা উপমহাপরিদর্শক বজলুর রশিদ। কারা উপমহাপরিদর্শক বজলুর রশিদকে ‘জনস্বার্থে’ দায়িত্বে ফিরিয়ে আনতে প্রস্তাব দেওয়া হয়েছে, চলছে চিঠি চালাচালি।
দুদকের আইনজীবী খুরশীদ আলম বলছেন, এ ধরনের প্রস্তাব ও চিঠি চালাচালি সরকারি চাকরির গুরুতর অসদাচরণ। বজলুর রশিদ তথ্য গোপন করে জামিন নিয়েছেন। এখন আবার পদে ফিরতে তৎপরতা চালাচ্ছেন। এ নিয়ে দুদকের আইনজীবী খুরশীদ আলম কথা বলেছেন প্রথম আলোর সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলাম।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.