কেন্দ্রীয় ছাত্রলীগের শূন্য পদ পূরণ হচ্ছে কাল বা পরশু
আগামীকাল শনিবার অথবা পরের দিন রোববার কেন্দ্রীয় ছাত্রলীগের শূন্য পদ পূরণ হতে যাচ্ছে। ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন। আল নাহিয়ান খান জয় বলেন, ‘আমরা দায়িত্ব পাওয়ার পর পরই সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার উদ্যোগ নিয়েছিলাম। সংগঠনে দক্ষ নেতৃত্ব নিয়ে আসার চেষ্টা করেছিলাম। কিন্তু করোনার অস্বাভাবিক পরিস্থিতির জন্য সবকিছু থমকে গিয়েছিল। যার কারণে আমরা আমাদের সংগঠনের শূন্য পদগুলো পূরণ করতে পারিনি। করোনার প্রকোপ কিছুটা কমে আসায় এবং পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এখন আমরা শূন্য পদগুলো পূরণ করব।
এ বিষয়ে আমরা একটি তালিকা করেছি। আশা করি, আগামীকাল কিংবা পরশু আমরা আপনাদের জানাতে পারব।’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.