অরুণাচল প্রদেশে গ্রাম তৈরি করছে চিন। সম্প্রতি, মার্কিন যুক্তরাষ্ট্রের তোলা এমনই এক স্যাটেলাইট ছবি হইচই ফেলে দেয় ভারতে। যদিও পত্রপাট বিষয়টি অস্বীকার করেছে চিন। শি জিনপিং-এর দেশ জানিয়েছে, এটা সার্বভৌমত্বের বিষয়। ভারতীয় ভূখন্ডে বেআইনি দখলদারিতে চিনের সমর্থন নেই। যদিও চিনা বিদেশ মন্ত্রকের দাবি, নিজেদের জমিতেই নির্মাণ কাজ চলছে।
চিনা বিদেশ মন্ত্রকের মুখাপাত্র হুয়া চুনিং একটি বিবৃতিতে বলেন, ‘চিন-ভারত সীমান্তের পূর্ব অংশে জাংনাম অঞ্চল নিয়ে আমাদের অবস্থান একেবারে স্পষ্ট। আমরা মনে করি না যে অরুণাচল প্রদেশ বেআইনিভাবে চিনের ভূখণ্ডে রয়েছে।’ অরুণাচল যে ভারতের অবিচ্ছেদ্য অংশ তা বরাবরই অস্বীকার করে এসেছে চিন। হুয়া চুনিংয়ের বিবৃতিতে বিষয়টা যেন আবার একবার স্পষ্ট করে দেওয়া হল বলে মনে করছেন বিশ্লেষকরা। হুয়ার কথায়, ‘নিজস্ব জমিতে নির্মাণকাজ করা কোনওভাবেই বেআইনি হতে পারে না।’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.