বাগদাদে জোড়া আত্মঘাতী বোমা হামলায় আইএসের দায় স্বীকার

এনটিভি বাগদাদ প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২১, ০৮:৫৫

ইরাকের রাজধানী বাগদাদে জোড়া আত্মঘাতী বোমা হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)। বাগদাদের একটি বাণিজ্যিক এলাকায় গতকাল বৃহস্পতিবার বোমা হামলায় অন্তত ৩২ জন নিহত ও শতাধিক আহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। আইএসের সংবাদ সংস্থা আমাকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, হামলার লক্ষ্য ছিল শিয়া মুসলিমরা।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, সামরিক বাহিনীর একজন মুখপাত্র জানান, বৃহস্পতিবার বাব আল-শারকির তায়ারান চত্বরের একটি পুরোনো কাপড়ের বাজারে দুই আত্মঘাতী হামলাকারী বিস্ফোরণ ঘটায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও