![](https://media.priyo.com/img/500x/https://www.ittefaq.com.bd/assets/news_photos/2021/01/22/image-216319-1611279484.jpg)
দর্জির ছেলে লুটপাট করে হাজার কোটি টাকার মালিক
কয়েক হাজার কোটি টাকা পাচারের অভিযোগ নিয়ে কানাডায় পলাতক পি কে (প্রশান্ত কুমার) হালদার অর্থ লোপাটের যে সিন্ডিকেটটি পরিচালনা করতেন, তার একটি অংশ তার মতোই সাধারণ পরিবার থেকে আসা।
গতকাল বৃহস্পতিবার দুদক তার আরো দুই জন সহযোগী সুকুমার মৃধা ও তার মেয়ে অনিন্দিতাকে আটক করেছে। তাদের সবার বাড়ি পি কে হালদারের মতো পিরোজপুরের নাজিরপুর উপজেলার বিভিন্ন গ্রামে। এর আগে আটক অবন্তিকা বড়ালও নাজিরপুরের অধিবাসী। পি কে হালদার, সুকুমার মৃধা ও অবন্তিকার পৈতৃক বাড়ি যথাক্রমে দীঘিরজান, বাকসি ও আমতলা গ্রামে।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১০ মাস, ৩ সপ্তাহ আগে
প্রথম আলো
| লংগদু
১ বছর আগে