কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বাবার নামে মিল, বিনা দোষে ৫ বছর কারাভোগের পর মুক্তি পেলেন আরমান

প্রথম আলো কাশিমপুর কেন্দ্রীয় কারাগার প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২১, ১৯:১১

নির্দোষ হয়েও প্রায় পাঁচ বছর কারাভোগের পর রাজধানীর পল্লবী এলাকার বেনারসি পল্লির কারিগর মো. আরমানকে আজ বৃহস্পতিবার মুক্তি দেওয়া হয়েছে। দুপুরে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ তাঁকে মায়ের হাতে তুলে দেয়। ছাড়া পেয়ে তিনি বাড়ি চলে গেছেন।

বিস্ফোরক আইনে হওয়া একটি মামলার মূল আসামির বাবার নামের সঙ্গে মিল থাকায় আরমানকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে ১০ বছরের কারাদণ্ডের আদেশ ছিল। ২০১৬ সাল থেকে তিনি কাশিমপুর কারাগার-২-এ বন্দী ছিলেন। বর্তমানে তাঁর বয়স ৪৫ বছর।

জেল সুপার আবদুল জলিল জানান, ২০০৫ সালে রাজধানীর মোহাম্মদপুর থানায় বিস্ফোরক আইনে একটি মামলা হয়। এ মামলায় ককটেল, দেশীয় অস্ত্রসহ সাতজনকে গ্রেপ্তার করে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে ডিবির উপপরিদর্শক (এসআই) নূরে আলম সিদ্দিকী পল্লবীর বিহারি ক্যাম্পে অভিযান চালিয়ে ৪০ বোতল ফেনসিডিলসহ শাহাবুদ্দিন বিহারি ও তাঁর দুই সহযোগীকে আটক করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও