‘সত্যজিৎ রায় চাইলেই বিদেশি ভাষায় ছবি নির্মাণ করতে পারতেন’

ইত্তেফাক বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২১, ১২:৪৪

উপমহাদেশের নন্দিত অভিনেত্রী শর্মিলা ঠাকুর বলেছেন, ‘সত্যজিৎ রায় কেবল বাংলার নয়, বাংলা ভাষার চলচ্চিত্র নির্মাতা। তিনি চাইলেই বিদেশি ভাষায় সিনেমা নির্মাণ করতে পারতেন। কিন্তু তা না করে বাংলা ভাষাকেই আন্তর্জাতিক অঙ্গনে নিয়ে গেছেন তিনি।’ বুধবার (২০ জানুয়ারি) বিকেল ৪টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে ‘সত্যজিৎ রায়: জাতীয় ও বৈশ্বিক’ শিরোনামে বিশেষ সেমিনারে অংশ নিয়ে সত্যজিৎ রায়ের সঙ্গে অভিনয় জীবনের নানা স্মৃতিচারণ করেন শর্মিলা ঠাকুর।

সত্যজিৎ রায়ের স্মৃতিচারণে তিনি বলেন, ‘সে সময় রায় সাহেব অতটা অবস্থাসম্পন্ন ছিলেন না, খুব বেশি অর্থকড়ি ছিল না, একটা শট দু থেকে তিনবারের বেশি নেয়ার সুযোগ ছিল না, সেই অবস্থা থেকে বিশ্ব-দরবারে জননন্দিত হয়ে ওঠার পেছনে শ্রম ও মেধার অবদানই বেশি। আজকের তরুণ নির্মাতাদের জন্য সত্যজিৎ রায় অনেক বড় অনুপ্রেরণার নাম বলেও মন্তব্য করেন শর্মিলা ঠাকুর।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও