থাই রাজপরিবারের সমালোচনা করায় নারীর ৪৩ বছরের কারাদণ্ড
রাজপরিবারের সমালোচনা করায় এক নারীকে ৪৩ বছরের কারাদণ্ড দিয়েছেন থাইল্যান্ডের একটি আদালত। দেশটিতে রাজপরিবারের অবমাননায় এখন পর্যন্ত এটিই সবচেয়ে কঠোর সাজা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, এনচান (৬৩) নামের সাবেক ওই সরকারি কর্মচারী সামাজিক যোগাযোগমাধ্যমে রাজপরিবারকে কটাক্ষ করে একটি অডিও পোস্ট করেছিলেন বলে অভিযোগ ওঠে।
এনচান অবশ্য বলছেন, তিনি কেবল অডিও ক্লিপগুলো পোস্ট করেছিলেন; বিষয়বস্তু নিয়ে কোনো মন্তব্য করেননি। থাইল্যান্ডের ‘লেইজ ম্যাজেস্টি’ আইনে রাজতন্ত্রের যেকোনো ধরনের অপমান বা অবমাননা নিষিদ্ধ। বিশ্বের যেসব দেশে এখনো এ ধরনের আইন আছে তার মধ্যে থাইল্যান্ডের আইনটিই সবচেয়ে কড়া।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- সমালোচনা
- কারাদন্ড