![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-01%252F26011779-19c0-415b-a402-0db052fe8af5%252FUntitled_3.jpg%3Frect%3D0%252C0%252C1600%252C840%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
যুবলীগের চেয়ারম্যান করোনায় আক্রান্ত
প্রথম আলো
প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২১, ১৬:০৭
আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস (পরশ) করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে তাঁর করোনা শনাক্ত হয়। এর আগে দুপুরে তিনি করোনা পরীক্ষা করাতে নমুনা জমা দেন। তাঁর শারীরিক অবস্থা স্বাভাবিক আছে। তিনি বাসাতেই আইসোলেশনে আছেন। দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।
আজ বুধবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন যুবলীগের প্রচার সম্পাদক জয়দেব নন্দী। তিনি বলেন, যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল করোনায় আক্রান্ত হওয়ায় গতকাল নমুনা জমা দেন চেয়ারম্যান। তবে তাঁর কোনো ধরনের উপসর্গ নেই। এখন পর্যন্ত স্বাভাবিক আছেন।