![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-01%252F5d9dadda-7f74-4cb4-92db-7e347c348513%252F_mizanur_rahman_khan2.jpg%3Foverlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
মিজানুর: রইল রোহিঙ্গাদের ভালোবাসা
তাঁর লেখার একনিষ্ঠ পাঠক আমি অনেক বছর ধরে। পরিশ্রম করে জোগাড় করা তথ্য এবং অকাট্য যুক্তিনির্ভর তাঁর প্রতিবেদন ও বিশ্লেষণ লাখ লাখ পাঠকের মতো আমাকেও সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে নতুন করে ভাবার তাগিদ জোগাত। ছাত্রজীবন থেকেই আইনের শাসন, কর্তৃত্ববাদী রাষ্ট্র ও মানবাধিকার বিষয়ে আগ্রহ থাকার কারণে স্বাভাবিকভাবেই মিজানুর রহমান খানের লেখার ভান্ডারের দ্বারস্থ হওয়া ছাড়া গত্যন্তর ছিল না। তাঁর লেখাগুলো গতানুগতিক উপসম্পাদকীয় ছিল না; সেগুলো একজন বিবেকবান সক্রিয় নাগরিককে ভিন্ন চিন্তনের প্রেক্ষিত জোগাত।
বন্ধু শাহদীন মালিক ও আসিফ নজরুলের সঙ্গে আলাপে ও আড্ডায় আইন, সংবিধান ও মানবাধিকার বিষয়ে সাংবাদিকতার জগতে মিজানুর রহমান খান যে দোর্দণ্ড প্রতাপের সঙ্গে আধিপত্য বিস্তার করেছিলেন, তা জানতে পেরেছিলাম। আর এসব কারণেই তাঁর সঙ্গে পরিচিত হওয়ার জন্য উদ্গ্রীব ছিলাম। অল্প দিনের মধ্যে সে সুযোগ ঘটল।