শেয়ারবাজারে গতকাল মঙ্গলবার ছিল যেন বিমার দিন। এদিন তালিকাভুক্ত বিমা খাতের সব কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। আর এ মূল্যবৃদ্ধির কারণ ছিল বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের দেওয়া একটি নির্দেশনা। যেখানে বিমা আইন অনুযায়ী, বিমা কোম্পানির উদ্যোক্তা–পরিচালকদের ন্যূনতম ৬০ শতাংশ শেয়ার ধারণের কথা বলা হয়েছে। এ খবরে গতকাল লেনদেনের শুরু থেকেই বিমা কোম্পানিগুলোর শেয়ারের দাম লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে।
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল লেনদেন হওয়া বিমা খাতের ৪৯ কোম্পানির মধ্যে ৪৬টিরই দাম বেড়েছে। এর মধ্যে বেশ কয়েকটি কোম্পানির শেয়ার এদিন সর্বোচ্চ মূল্যবৃদ্ধির পর বিক্রেতাশূন্য হয়ে পড়ে। মঙ্গলবার ঢাকার বাজারে মূল্যবৃদ্ধির দিক থেকে শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ১০টিই ছিল বিমা কোম্পানি। এগুলো হলো অগ্রণী, গ্রিন ডেল্টা, প্রগতি, প্রভাতী, ঢাকা, ইসলামী, ইউনাইটেড, এশিয়া প্যাসিফিক, পিপলস ও রিলায়েন্স ইনস্যুরেন্স।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.