খেলাপি ঋণ নবায়নে বিশেষ সুবিধা জাহাজনির্মাণ শিল্পে

প্রথম আলো প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২৬, ২২:৫২

মাত্র দেড় শতাংশ অর্থ জমা দিয়ে ঋণ নবায়ন করতে পারবেন রপ্তানিমুখী ও স্থানীয় জাহাজনির্মাণ শিল্প খাতের উদ্যোক্তারা। আর ঋণ নবায়ন হলে ১০ বছর পর্যন্ত পরিশোধের সময় পাবেন এসব খাতের উদ্যোক্তারা। এ ছাড়া প্রথম দুই বছর ঋণ পরিশোধে বিরতি সুবিধাও পাওয়া যাবে। এসব সুবিধা দিয়ে রপ্তানিমুখী ও স্থানীয় জাহাজনির্মাণ শিল্পকে সচল রাখতে ঋণ পুনঃ তফসিল ও পুনর্গঠনে বিশেষ নীতিমালা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। আজ মঙ্গলবার এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।


প্রজ্ঞাপনে বলা হয়েছে, বৈশ্বিক অর্থনৈতিক মন্দা, ভূরাজনৈতিক অস্থিরতা, ইউরোপের সামরিক অস্থিতিশীলতা এবং সরবরাহব্যবস্থা বিঘ্নের কারণে জাহাজনির্মাণ খাতের নগদ প্রবাহে নেতিবাচক প্রভাব পড়েছে। এসব নিয়ন্ত্রণবহির্ভূত কারণে প্রকৃতভাবে ক্ষতিগ্রস্ত শিল্পপ্রতিষ্ঠানগুলোর ঋণ আদায় ও শিল্প খাতের ধারাবাহিকতা রক্ষায় এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও