সরকারি কর্মচারীদের নতুন পে কমিশনের প্রতিবেদন জমা কাল, বেতন বাড়ছে কত

www.ajkerpatrika.com প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২৬, ২০:২৩

সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতনকাঠামো প্রণয়নের লক্ষ্যে গঠিত পে কমিশন আগামীকাল বুধবার প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। আজ মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, প্রতিবেদন জমা দেওয়ার পর পে কমিশনের সম্ভাব্য সুপারিশগুলো সংশ্লিষ্ট বিভিন্ন কমিটি পর্যালোচনা করবে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসস এ তথ্য জানিয়েছে।


ড. সালেহউদ্দিন বলেন, প্রতিবেদন জমা দেওয়ার পর তা বিভিন্ন কমিটি খতিয়ে দেখবে। এরপরই বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। যাচাই ও পর্যালোচনার এ প্রক্রিয়ায় সাধারণত তিন থেকে চার মাস সময় লাগে। সে কারণে নতুন বেতনকাঠামো কার্যকর হতে কিছুটা সময় লাগবে।


অর্থ উপদেষ্টা আশা প্রকাশ করে বলেন, পে কমিশনের সুপারিশে সরকারি কর্মচারীরা সন্তুষ্ট হবেন। তাঁর ভাষ্য, কমিশনের সদস্যরা সরকারি কর্মচারীদের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে প্রস্তাবনা প্রস্তুত করেছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও