রংপুরে বেড়েছে ডিম-মুরগির দাম
রংপুরের বাজারে সপ্তাহের ব্যবধানে বেড়েছে মুরগির দাম। সেইসঙ্গে দাম বেড়েছে ডিমের। তবে দাম কমেছে বিভিন্ন প্রকার ডালের। এছাড়া অপরিবর্তিত রয়েছে অধিকাংশ সবজি, মাছ-মাংস ও চালসহ অন্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের।
মঙ্গলবার (২০ জানুয়ারি) রংপুর নগরীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, খুচরা বাজারে প্রতিকেজি বয়লার মুরগির দাম ১০/২০ টাকা পর্যন্ত বেড়ে ১৭০-১৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া পাকিস্তানি সোনালী মুরগি বিক্রি হচ্ছে ২৮০-৩০০ টাকা, যা গত সপ্তাহে ছিল ২৭০-২৮০ টাকা, পাকিস্তানি হাইব্রিড জাতের মুরগি ২৫০-২৬০ টাকা থেকে বেড়ে হয়েছে ২৭০-২৮০ টাকা, দেশি মুরগি বিক্রি হচ্ছে ৫০০-৫২০ টাকা কেজি দরে।
ধাপ বাজারের মুরগি বিক্রেতা আলমগীর হোসেন বলেন, পাইকারি বাজারে মুরগির আমদানি কমে গেছে। এ কারণে গত সপ্তাহের তুলনায় সব ধরনের মুরগির দাম কেজিতে ১০-২০ টাকা পর্যন্ত বেড়েছে।
বাজারে গরুর মাংস অপরিবর্তিত ৭২০-৭৫০ টাকা এবং খাসির মাংস ১১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
এদিকে পোলট্রি মুরগির ডিম বিক্রি হচ্ছে ৩৬-৩৮ টাকা দরে। যা গত সপ্তাহের তুলনায় ১/২ টাকা বেশি।
বাজারে প্রতিকেজি পেঁয়াজ গত সপ্তাহের মতোই ৪৫-৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আমদানি করা পেঁয়াজও বিক্রি হচ্ছে ওই দামে। এছাড়া গত সপ্তাহের মতোই কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৯০ থেকে ১০০ টাকায়।