৪০ প্রজাতির শুঁটকি মিলবে বড় বাজারে

সময় টিভি কিশোরগঞ্জ প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২১, ০৯:৫২

নদ-নদীর নানা প্রজাতির তাজা মাছের শুঁটকির সমারোহ কিশোরগঞ্জ জেলা শহরের সবচেয়ে বড় বাজারে। পুঁটি, চিংড়ি, চান্দা, চাপিলা, টেংরা, মলা-ঢেলা, কাচকিসহ অন্তত ৪০ প্রজাতির শুঁটকি মিলবে এ বাজারে। তবে বাজারের প্রধান আকর্ষণ রুপারি পুঁটি মাছের শুঁটকি।

হাওরের মিঠাপানির মাছ দিয়েই বানানো হয় চ্যাপা শুঁটকি। বাজারের ২৫টি আড়তে শীত মৌসুমে বুধ ও বৃহস্পতিবার মুখরিত থাকে ক্রেতা-বিক্রেতার হাঁকডাকে। জেলার বাইরে নেত্রকোনা, সুনামগঞ্জ, হবিগঞ্জের হাওর থেকে আসে শুঁটকি। বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা এখান থেকে শুঁটকি কিনে নিয়ে যান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও