কুয়াকাটায় ১৯ প্রতিবন্ধী পেলেন সেলাই মেশিন

বাংলাদেশ প্রতিদিন কুয়াকাটা প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২১, ১৮:৪৭

কুয়াকাটায় বসবাসকারী ১৯ প্রতিবন্ধীকে ৩০ দিন প্রশিক্ষণ শেষে সনদ ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। এডিডি ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে সোমবার দুপুরে কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে সনদ ও সেলাই মেশিন তুলে হয়।

কুয়াকাটা পৌর মেয়র আ. বারেক মোল্লার সভাপত্বিতে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএস রাকিবুল আহসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভিন সীমা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো.মিজানুর রহমান। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.খলিলুর রহমানসহ সূর্যোদয় প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি মো.আবু তাহের ভূঁইয়াসহ আরো অনেকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও