কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

তিউনিসিয়ায় আবারো গোলযোগ ও দাঙ্গা

ভয়েস অব আমেরিকা (আমেরিকা) তিউনিসিয়া প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২১, ১৭:১৭

আরব অভ্যুথান চলাকালীন তিউনিসিয়ার দীর্ঘকালীন প্রেসিডেন্ট, জেইন আল আবেদীন বেন আলী'র পদত্যাগের ১০ বার্ষিকীতে, দেশে দাঙ্গা ও লুটতরাজের খবর পাওয়া যায় I প্রধানমন্ত্রী হেচিম মেচিচি শনিবার বড় ধরণের মন্ত্রিসভা পরিবর্তনের কথা জানালে দাঙ্গার সূত্রপাত ঘটে I আরব মাধ্যমে ভিডিওতে যুবক বয়সীদের ব্যাংকে আগুন ও লুটপাট করতে দেখা যায় এবং বড় বড় শহরগুলিতে দ্বিতীয় দিনের মতো ব্যবসা বাণিজ্য ও দৈনন্দিনের কাজকর্ম ব্যাহত হয় I

স্বরাষ্ট্র মন্ত্রী জানান, সহিংসতায় জড়িত থাকার জন্য ২৪২ জনকে গ্রেফতার করা হয়েছে I প্রধানমন্ত্রী মেচি চি বলেন, দুর্নীতি, বেকারিত্ব অবসান এবং অর্থনৈতিক দৈন্য অবসানে তিনি মন্ত্রিসভায় পরিবর্তন আনতে চেয়েছিলেনI

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও