বছরের প্রথম সংসদ অধিবেশন শুরু
একাদশ জাতীয় সংসদের একাদশ অধিবেশন শুরু হয়েছে। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে আজ সোমবার বেলা সাড়ে ৪টায় নতুন বছরের প্রথম এ অধিবেশন শুরু হয়। রীতি অনুযায়ী শীতকালীন অধিবেশন নামে পরিচিত এ অধিবেশনের প্রথম বৈঠকে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ভাষণ দেবেন।
সাধারণত বছরের প্রথম অধিবেশন দীর্ঘ হয়। রাষ্ট্রপতির ভাষণের পর সংসদ সদস্যরা অধিবেশনজুড়ে ওই ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা করেন। তবে করোনাভাইরাস পরিস্থিতির কারণে এই অধিবেশন সংক্ষিপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।