কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


উলিপুরে টেন্ডার বাক্সের তালা ভেঙে দরপত্র ছিনতাই

কুড়িগ্রামের উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টেন্ডার বাক্সের তালা ভেঙে প্রকাশ্যে ৪৫ লাখ টাকার দরপত্র ছিনতাই করেছে দূর্বৃত্তরা। আজ সোমবার সকাল ৯টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সূভাষ চন্দ্র সরকারের কার্যালয়ে এ ঘটনা ঘটে। এ বিষয়ে ওই কর্মকর্তার উলিপুর থানায় একটি সাধারণ ডায়েরী করেন। বিষয়টি জানাজানি হলে শহরজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, ২০২০-২১ অর্থবছরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রের এমএসআর সামগ্রী ক্রয়ে দরপত্র আহ্বান করা হয়। আজ সোমবার (১৮ জানুয়ারি) দুপুর ১২টা পর্যন্ত দরপত্র জমা দেয়ার শেষ সময় নির্ধারণ করা হয়। দরপত্র জমাদানের শেষ দিন সোমবার সকাল ৯টায় উপস্থিত কর্মচারীদের জিম্মি করে স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকতার্র কার্যালয়ে রক্ষিত টেন্ডার বাক্সটির তালা ভেঙে দাখিলকৃত দরপত্রগুলো ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় অজ্ঞাত ৭-৮ জনকে বিবাদী করে উলিপুর থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন