ডাবল চিন কমাতে যা করবেন
ডেইলি বাংলাদেশ
প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২১, ১২:৪০
অনিয়ন্ত্রিত জীবনযাপন, অনিয়মিত খাবার, ঘুম আপনার শরীরের মেদ বাড়িয়ে দিচ্ছে। পেটের নিচে থলথলে মেদ আপনার সব সৌন্দর্য ম্লান করে দেয় নিমিষেই। দেহের ওজন বাড়লে তার প্রভাব মুখে এসে পড়ে।
মুখ ভারী দেখায়, গাল ফুলে যায়, বিশেষ করে থুতনির নীচে মেদ জমে গিয়ে ডাবল চিন দেখা যায়। থুতনির নিচে অতিরিক্ত মেদ জমে ঝুলে পড়ে। মুখের আদলটাই বদলে যায়। মুখকে বৃত্তাকার রূপ দেয়, ভারী করে দেয় মুখ।
- ট্যাগ:
- লাইফ
- ঘরোয়া উপায়
- ডাবল চিন দূর করার উপায়