![](https://media.priyo.com/img/500x/http://thesangbad.net/images/2021/January/18Jan21/fb_images/sangbad_bangla_1610944765.jpg)
রাঙামাটিতে আগ্নেয়াস্ত্রসহ ৭ জেএসএস সদস্য আটক
রাঙমাটির বিলাইছড়িতে অস্ত্র-গোলাবারুদসহ সাত সন্ত্রাসীকে আটক করেছে যৌথবাহিনী। রবিবার সন্ধ্যায় ফারুয়া ইউনিয়নের নতুনপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
অভিযানে তাদের কাছ থেকে ৬টি আগ্নেয়াস্ত্র, ৮টি কার্তুজ, বিস্ফোরক দ্রব্য, ২টি চাকু, ২টি ছবি, ৩টি সিল ও একটি চেক বই উদ্ধার করা হয়।