যুগ যুগ ধরে সিনেমার শিল্পীদের ঠকানো হচ্ছে , ন্যূনতম সম্মানী পান না অনেকে
প্রথম আলো
প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২১, ১৩:০০
যুগ যুগ ধরে চলচ্চিত্রের শিল্পীদের ঠকানো হচ্ছে বলে অনুযোগ করেছেন অভিনেত্রী মনিরা মিঠু। তাঁর দাবি, চলচ্চিত্রে অভিনয় করে বেঁচে থাকার মতো ন্যূনতম সম্মানী পান না অনেক অভিনয়শিল্পী। সম্প্রতি বেশ কয়েকটি সিনেমায় কাজ করতে গিয়ে সেই অভিজ্ঞতা হয়েছে এই অভিনয়শিল্পীর। একই রকম অভিজ্ঞতার কথা জানিয়েছেন আরও দুজন প্রবীণ অভিনয়শিল্পী।
সিনেমায় কাজের প্রস্তাব পেলেই উৎসাহী হয়ে ওঠেন মনিরা মিঠু। কিন্তু পারিশ্রমিকের অঙ্ক শুনলেই দমে যান। সম্প্রতি বেশ কিছু ছবিতে কাজের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি। সেসব ছবির পারিশ্রমিক একটি টিভি নাটকের চেয়েও কম! মনিরা মিঠু জানান, প্রস্তাব পাওয়া সেসব ছবির বেশির ভাগের গল্প পছন্দ হয় না। তারপরও অনুরোধে কাজ করতে হয়। গল্প ভালো ও পারিশ্রমিকের অঙ্ক ভালো হলে ছবিতে অভিনয় করতে চান তিনি।
- ট্যাগ:
- বিনোদন
- চলচ্চিত্র
- সম্মানী
- বাংলা সিনেমা
- মনিরা মিঠু