![](https://media.priyo.com/img/500x/https://www.bd-pratidin.com/assets/news_images/2021/01/17/og/100022_bangladesh_pratidin_Virus_Ou.jpg)
ফের করোনা সংক্রমণ, ৫ দিনে ১,৫০০ কক্ষের হাসপাতাল তৈরি করল চীন
চীনে ফের করোনাভাইরাসের সংক্রমণের পরিপ্রেক্ষিতে দ্রুত হাসপাতাল গড়ে তুলল দেশটির সরকার। মাত্র পাঁচদিনের মধ্যে ১,৫০০ কক্ষের হাসপাতাল তৈরি করা হয়েছে। সংক্রমণের উর্দ্ধগতির মোকাবিলার উদ্দেশ্যেই এই তৎপরতা। ভাইরাসের ছড়িয়ে পড়া রুখতে কঠোর ব্যবস্থা নিয়েছে চীনা সরকার।
জানা গেছে, বেজিংয়ের দক্ষিণে হুবেই প্রদেশের ন্যানগংয়ের ৬,৫০০ কক্ষের ছয়টি হাসপাতাল গড়ে তোলা হচ্ছে। এগুলির মধ্যে একটি হল দেড় হাজার কক্ষের এই হাসপাতাল। ন্যানগং ও হুবেইয়ের প্রাদেশিক রাজধানী শিজিয়াঝুয়াংয়ের মোট ৬৪৫ জনের চিকিৎসা চলছে। শিজিয়াঝুয়াংয়ের একটি ৩,০০০ কক্ষ বিশিষ্ট হাসপাতাল তৈরির কাজ চলছে।