‘বিষপান করা’ নারীকে মৃত ঘোষণা করতেই পালালেন স্বজনেরা
নরসিংদীর পলাশে এক নারীকে সিএনজিচালিত অটোরিকশায় করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন দুজন। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে পর্যবেক্ষণ করে মৃত ঘোষণার পর লাশ ফেলেই পালিয়ে যান ওই ব্যক্তিরা। সারা দিন পেরিয়ে সন্ধ্যা হয়ে গেলেও ওই নারীর লাশ নিতে কেউ আসেননি।