![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fcdn.banglatribune.net%2Fcontents%2Fcache%2Fimages%2F600x315x1xxxxx1%2Fuploads%2Fmedia%2F2021%2F01%2F14%2F2b4c5fcf591f5cdfca6f3bba3df4bf4d-600015f728e74.jpg%3Fjadewits_media_id%3D708439)
ঢাকার সাফে সেমিফাইনাল না খেললেই ছাঁটাই শ্রীলঙ্কার কোচ!
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২১, ১৬:০০
১৯৯৫ সালের পর আর সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে পারেনি শ্রীলঙ্কা। দীর্ঘদিন পর শ্রীলঙ্কান ফুটবল ফেডারেশন নড়েচড়ে বসেছে। নিয়োগ দিয়েছে বসনিয়া ও হার্জেগোভিনার কোচ আমির আলাজিচকে। আগামী দুই বছরের জন্য ৬০ বছর বয়সী এই কোচকে নিয়োগ দিয়ে অবশ্য লক্ষ্যও জানিয়ে দিযেছে। আগামী সেপ্টেম্বরে বাংলাদেশে হতে যাওয়া সাফে ফাইনাল না হলেও অন্তত সেমিফাইনালে উঠতে হবে। তা না হলে চাকরি হারাবেন আলাজিচ।
- ট্যাগ:
- খেলা
- কর্মী ছাটাই
- কোচ