কেন ভয়ংকর হয়ে উঠছে কিশোররা?
বছরের প্রথম দিন ১ জানুয়ারি রাজধানীর মহাখালীতে পূর্ব শত্রুতার জেরে ছুরিকাঘাতে হত্যা করা হয় ১৬ বছর বয়সী আরিফকে। এ ঘটনায় গ্রেফতার করা হয় তারই সমবয়সী অভিযুক্ত দুই কিশোরকে। এদিকে, গত ৮ জানুয়ারি রাজধানীর কামরাঙ্গীরচরে ছুরিকাঘাতে হত্যা করা হয় ১৪ বছর বয়সী সিফাত ভূঁইয়াকে। এ ঘটনায়ও গ্রেফতার করা হয় ছয় কিশোরকে।
আধিপত্য বিস্তার, সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব, প্রেমের বিরোধ, মাদকসহ নানা অপরাধে কিশোররা খুনোখুনিতে জড়িয়ে পড়ছে। তারা ক্রমেই অপ্রতিরোধ্য হয়ে উঠছে। অধিকাংশ কিশোর গ্যাং গড়ে ওঠার পেছনে স্থানীয় নেতাকর্মীদের মদত রয়েছে। এছাড়া, হিরোইজম প্রকাশ করতেও পাড়া-মহল্লায় কিশোর গ্যাং গড়ে উঠছে।
আইন ও সালিশ কেন্দ্রের এক পরিসংখ্যানে দেখা গেছে, ২০২০ সালে নানা কারণে সারাদেশে ১৩ থেকে ১৮ বছর বয়সী ২৬৪ কিশোর নিহত হয়েছে। যেখানে ২০১৯ সালে একই বয়সীদের নিহতের সংখ্যা ছিল ২২১ জন। এছাড়া ২০২০ সালে ৭ থেকে ১২ বয়সী নিহত হয় ১২৪ জন। আর, ২০১৯ সালে একই বয়সী নিহতের সংখ্যা ছিল ১০৩ জন।