![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-01%252F2ed84f53-6df8-471b-a629-ddab11818c53%252F085252Jessore_DH0554_20210111_keshabpur__11_01_21_1__docx.jpg%3Frect%3D194%252C0%252C2375%252C1247%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
কেশবপুরে খালে কালো পানি, ছড়াচ্ছে দুর্গন্ধ
যশোরের কেশবপুরে খোঁজা খালের পাঁচ কিলোমিটার এলাকায় পানির রং কালো হয়ে গেছে। সেখান থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। এতে আশপাশের লোকজন ভোগান্তিতে পড়েছেন।
খালের পানি দূষিত হওয়ার বিষয়ে এলাকার কয়েকজন বলেন, বোরো আবাদের জন্য বিল বলধালিসহ উজানের এলাকার অসংখ্য মাছের ঘের সেচ দিয়ে পানিশূন্য করা হচ্ছে। এই পানি খোঁজা খাল দিয়ে বের হচ্ছে। অনেক ঘেরে পানি দূষিত থাকে। আবার এলাকার পোলট্রি খামারের মল খালে ফেলার কারণেও পানি দূষিত হয়।
- ট্যাগ:
- বাংলাদেশ
- দুর্গন্ধ
- দূষিত পানি