৭২ ঘন্টায় দিদিকে ‘টুইট-বাণ’ নেই ধনখড়ের, তবে কি এখন শান্তিপথে
দিল্লি থেকে ফিরে আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘ট্যাগ’ করে টুইট বন্ধ রেখেছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়। সাম্প্রতিক কালে তাঁর এমন ‘ধরে খেলা’ দেখেননি রাজ্যবাসী। কারণ, দায়িত্বে আসার পর থেকেই মমতা এবং তাঁর সরকারের বিরুদ্ধে চালিয়ে খেলেছেন রাজভবনের বাসিন্দা। এই সেদিন পর্যন্তও। কিন্তু দিল্লি গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করে আসার পর থেকেই ধনখড় মমতা নিয়ে নীরব। যদিও অমিতের সঙ্গে দেখা করে বেরিয়ে রাজ্যপাল রাজ্য প্রশাসনের একাংশের বিরুদ্ধে তোপ দেগেছিলেন। কিন্তু তার পর থেকে তাঁর হিরন্ময় নীরবতা দেখে রাজ্য রাজনীতির কারবারিরা মনে করছেন, এখন কি তবে শান্তিপথে ধনখড়? আপাতত?
স্বভাবতই এর কোনও জবাব কোনও তরফে মেলেনি। কিন্তু ঘটনাপ্রবাহ বলছে, ৬ জানুয়ারি মুখ্যমন্ত্রী রাজভবনে গিয়েছিলেন। রাজ্যপাল-মুখ্যমন্ত্রীর প্রায় ১ ঘন্টা বৈঠক হয়। তার পরদিন, ৭ জানুয়ারি বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের নেতৃত্বে এক প্রতিনিধিদল রাজ্যপালের সঙ্গে দেখা করেছিল পুরুলিয়ার একটি সরকারি হোমে নারী নির্যাতনের ঘটনার প্রতিকার চাইতে। সেই ঘটনা সম্পর্কে ‘গুরুতর উদ্বেগ’ প্রকাশ করে টুইট করেছিলেন ধনখড়। তাতে তিনি মমতাকে ‘ট্যাগ’ করেছিলেন। ৮ জানুয়ারি ধনখড় টুইট করেন কল্যাণীতে ‘বঙ্গ সংস্কৃতি উৎসব’-এর উদ্বোধন নিয়ে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.