![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fentertainment%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fproma-20210112165916.jpg)
নতুন গান নিয়ে আসছেন প্রমা শেখ
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২১, ১৬:৫৯
নতুন বছরে নতুন গান নিয়ে হাজির হচ্ছেন তরুণ কণ্ঠশিল্পী প্রমা শেখ। গানটির শিরোনাম ‘ভাঙচুর’। সোমেশ্বর অলির কথায় গানটির সুর ও সংগীত করেছেন কিশোর দাস। রোমান্টিক ঘরানার এ গানটির মিউজিক ভিডিওর শুটিং হয়েছে কক্সবাজারে।
এটি নির্মাণ করেছেন সৌমিত্র ঘোষ ইমন। এ গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি ভিডিওতে অভিনয়ও করেছেন প্রমা। ভিডিওতে তার সঙ্গে ছিলেন মডেল আব্বাসি। গানটি প্রকাশিত হয়েছে এস এস মিউজিক ক্লাবের ইউটিউব চ্যানেলে। কক্সবাজারে চমৎকার কিছু লোকেশনে গানটির ভিডিও ধারণ করা হয়েছে।