'সততা আজ রাজনীতির প্রথম ও অনিবার্য শর্ত', স্বামীজির জন্মদিবসে ব্যক্তিত্ব-পাঠ মোদীর

এইসময় (ভারত) সংসদ ভবন, ভারত প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২১, ১৪:৪৬

স্বামী বিবেকানন্দের জন্মদিনে সংসদ ভবনে আয়োজিত যুব উৎসবে বক্তব্য রাখতে গিয়ে বর্তমান রাজনীতির প্রসঙ্গও টেনে আনলেন। তিনি বলেন, 'একটা সময় সকলেই ভাবত, কেউ রাজনীতিতে গেলে ছেলেটা বিগড়ে গিয়েছে। কারণ রাজনীতি মানেই ছিল ঝগড়াঝাটি, লুঠপাট ও দুর্নীতি। ধারনা হয়ে গিয়েছিল, বাকি সব বদলে গেলেও ক্ষমতার হাতবদল হয় না। কিন্তু আজ আপনারা দেখুন, সৎ মানুষরাও আজ রাজনীতিতে জায়গা করে নিচ্ছেন। সততাই আজ রাজনীতির প্রথম শর্ত। এতদিন যারা দুর্নীতিতে ডুবে ছিল, তাঁরা সেই কালি আজও মুছতে পারছেন না।'

এখানেই শেষ নয়, প্রধানমন্ত্রীর কথায়, 'স্বামীজির জীবনে প্রভাবিত হয়ে অনেকেই সংগঠন করেছেন, আর সেই সব সংগঠন থেকে বহু মানুষ বেরিয়ে এসেছেন, যাঁরা অন্যান্যদের পথ দেখিয়েছেন। স্বামীজি বলেছিলেন, নির্ভীক, সাহসী ও উচ্চাকাঙ্খী যুব সমাজই রাষ্ট্রের ভবিষ্যৎ তৈরি করে। তরুণ প্রজন্মের ওপর তাঁর এতটাই বিশ্বাস ছিল। তাই তাঁর চিন্তাধারা চারিদিকে ছড়িয়ে দিতে হবে। দেশের যুব সম্প্রদায় সেই কাজ করতে সমর্থ হবে। এমন সময় এসেছে, যখন জন প্রতিনিধিকেও রাজনীতিতে দাঁড়াতে গেলে 'সিভি স্ট্রং' হতে হবে। সে কী কী কাজ করেছে, তা দেখবে সাধারণ মানুষ।'

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও