সাফারি পার্কে প্রথমবারের মতো ইনকিউবেটরে ৪ উটপাখির ছানা

প্রথম আলো গাজীপুরে বঙ্গবন্ধু সাফারি পার্ক প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২১, ১৩:৫৬

বিগত বছরগুলোয় গাজীপুরের শ্রীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে উটপাখির ছানা পেতে প্রাকৃতিক পদ্ধতির ওপর নির্ভর করতে হতো। এতে ডিম থেকে ছানা পাওয়ার হার কম ছিল। এ বছর ইনকিউবেটরে পাওয়া গেছে ব্যাপক সফলতা। ৬ থেকে ১২ জানুয়ারি পর্যন্ত চারটি উটপাখির ছানা পাওয়া গেছে। আরও পাওয়ার সম্ভাবনা আছে বলে জানিয়েছে সাফারি পার্ক কর্তৃপক্ষ।

সাফারি পার্কের ওয়াইল্ডলাইফ ইন্সপেক্টর আনিসুর রহমান প্রথম আলোকে বলেন, দুটি উটপাখি পালাক্রমে বেশ কিছু দিন ধরে অনেকগুলো ডিমে তা দিচ্ছে। এগুলোর মধ্যে বেশ কিছু ডিম আশপাশে ছড়িয়ে ছিল। সেগুলো এনে ইনকিউবেটর মেশিনে দেওয়া হয়। প্রাকৃতিকভাবে উটপাখির ছানার জন্মহার খুবই কম। ইতিমধ্যে ময়ূরের ডিম ফুটানোর জন্য পার্কে ইনকিউবেটর মেশিন ছিল। সেই মেশিনের মাধ্যমে উটপাখির ডিম ফোটানোর চেষ্টা করা হয়। পাখিগুলো প্রকৃতিতে যেভাবে ডিমে তা দেয়, ঠিক সেই বিষয়গুলো মাথায় রেখে ইনকিউবেটর মেশিনে তাপমাত্রা নিয়ন্ত্রণ করা হয়। গত কয়েক বছর প্রকৃতিতেই বেশ কয়েকটি বাচ্চা ফুটেছিল। কিন্তু সেগুলোর মধ্যে বেশির ভাগই মারা গেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও