তাঁদের প্রেমের গুঞ্জনে এক সময়ে সরগরম ছিল টলিউড। তবে প্রকাশ্যে সে কথা কখনও স্বীকার করেননি অনির্বাণ ভট্টাচার্য ও সোহিনী সরকার। গত বছর দীর্ঘ দিনের বান্ধবী মধুরিমা গোস্বামীকে বিয়ে করেছেন অনির্বাণ। অন্য দিকে, রণজয় বিষ্ণুর সঙ্গে সম্পর্কে খুশি সোহিনী। প্রথম বার অনির্বাণের পরিচালনায় কাজ করবেন সোহিনী। হইচই-এর ওয়েব সিরিজ় শেক্সপিয়রের ‘ম্যাকবেথ’-এর অ্যাডাপ্টেশন ‘মন্দার’-এ লেডি ম্যাকবেথের আদলে তৈরি চরিত্র লাইলার ভূমিকায় সোহিনী।
বন্ধু-সহকর্মী অনির্বাণকে পরিচালকের আসনে দেখতে কেমন লাগবে? সোহিনীর জবাব, ‘‘অনির্বাণের পরিচালনায় নাটক করিনি। তবে থিয়েটারের পরিচালনা দিতে দেখেছি। এই স্ক্রিপ্টের জন্য অনেক দিন ধরেই কাজ করছে ও।’’ মন্দারের চরিত্রে ন্যাশনাল স্কুল অব ড্রামার প্রাক্তনী দেবাশীষ মণ্ডল। মেদিনীপুরের প্রেক্ষাপটে গল্প সাজানো হয়েছে। তাজপুরে শুটিংয়ের বেস ক্যাম্প। তার আশপাশের লোকেশনে শুটিং শুরু হবে আগামিকাল থেকে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.