দেশের সার্বিক করোনা পরিস্থিতি মোটের উপরে নিয়ন্ত্রণ রয়েছে বলে দাবি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের। যদিও করোনাভাইরাসের নয়া স্ট্রেনে আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে।
দৈনিক করোনা সংক্রমণ গত তিন দিন ধরে ১৮ হাজারের ঘরে ঘোরাফেরা করছিল। আজ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা ১৬ হাজার ৩১১। ওই সময়ের মধ্যে ১৬১ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য মন্ত্রকের তরফে বলা হয়েছে, ২২৯ দিন পরে করোনায় দৈনিক মৃত্যু ১৭০-এর নীচে নামল। দেশের করোনা পরিস্থিতি মোটামুটি নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে বলে
কেন্দ্র দাবি করলেও কেরলের পরিস্থিতি যথেষ্টই উদ্বেগের। স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, দৈনিক সংক্রমণের নিরিখে এখনও শীর্ষে কেরল। গত ২৪ ঘণ্টায় দক্ষিণের ওই রাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছেন ৪৫৪৫ জন। তবে দৈনিক মৃত্যুর সংখ্যা কেরলে অনেকটাই কম। গত ২৪ ঘণ্টায় সুস্থের সংখ্যা ১৬ হাজার ৯৫৯। যার ফলে ওই সময়ের মধ্যে অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৮০৯ জন কমেছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.