করোনাকালে ১২৭৫ জনকে আইনি সহায়তা দিয়েছে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড
কালের কণ্ঠ
প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২১, ১৭:৫৬
করোনাভাইরাসের সংক্রমণের মধ্যেও সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড আর্থিকভাবে অস্বচ্ছল ১ হাজার ২৭৫ জন বিচারপ্রার্থীকে আইনি সহায়তা দিয়েছে। জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডের সমন্বয়কারী রিপন পল স্ক্রু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা মোকাবিলায় সরকার ২০২০ সালের ২৫ মার্চ সকল অফিস-আদালত বন্ধ ঘোষণা করে। প্রায় ৬৬ দিন অফিস বন্ধ থাকার পর সরকার কর্তৃক নির্দেশিত স্বাস্থ্যবিধি অনুসরণ করে ৩১ মে থেকে অফিস-আদালত খুলতে শুরু করে।