মনুর দুঃখ লাঘবে হাজার কোটি টাকার প্রকল্প
বর্ষায় বন্যা নিয়মমাফিক ঘটনা। পানির সঙ্গে বাড়ে দুই পারের লাখো মানুষের আতঙ্ক ও উদ্বেগ। বাদ যায় না জেলা শহরও। মনু নদের পারের বাসিন্দারা এ কষ্ট সহ্য করে দিন পার করছেন। বন্যার সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে তাঁরা আন্দোলনও কম করেননি। এবার মনু নদকে ঘিরে প্রায় হাজার কোটি টাকার এক প্রকল্প নিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
পাউবো ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভারতের ত্রিপুরার পাহাড়ি উৎপত্তিস্থল থেকে প্রবাহিত খরস্রোতা মনু নদ মৌলভীবাজারের কুলাউড়ার শরীফপুর ইউনিয়ন দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে।