![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-01%252Fcda96c8b-d20c-4efc-ab80-f4f3839c9556%252FCkqYhKQW0AAWCWn.jpg%3Frect%3D0%252C31%252C1280%252C672%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F34818d86-6a38-4324-a93c-fe69fb7446b6%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
বাংলাদেশে না এসে গড় বাড়ানোর সুযোগ হারালেন হোল্ডার–পোলার্ডরা
প্রথম আলো
প্রকাশিত: ০৯ জানুয়ারি ২০২১, ২১:২৯
টেস্ট অধিনায়ক জেসন হোল্ডার নেই। নেই ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে ও টি–টোয়েন্টি অধিনায়ক কাইরন পোলার্ড। বাংলাদেশ সফরে টেস্টের সহ–অধিনায়ক রোস্টন চেজসহ আরও কয়েকজন প্রথম পছন্দের খেলোয়াড়কেও পায়নি ওয়েস্ট ইন্ডিজ। করোনার এই সময়ে বাংলাদেশে আসতে যে মন সায় দেয়নি তাঁদের। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজকে (সিডব্লিউআই) অনুরোধ করে নিজেরাই যে সরে দাঁড়িয়েছেন হোল্ডার–পোলার্ডরা।