ওয়েস্ট ইন্ডিজকে ‘ছোট’ ভাবলে অনেক বড় ভুল হবে
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছে বাংলাদেশ। ফেরার মিশনে খর্ব শক্তির ক্যারিবিয়ানদের মুখোমুখি হচ্ছে স্বাগতিকরা। নানা ‘অজুহাতে’ গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের রেখে বাংলাদেশে আসছে তারা। যদিও বিসিবি এই দলটাকে মোটেও খাটো করে দেখছে না। ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান স্পষ্টই বলে দিয়েছেন, ওয়েস্ট ইন্ডিজের এই দলটাকে ‘ছোট’ ভাবলে অনেক বড় ভুল করবেন মুশফিক-সাকিবরা।
করোনার অজুহাতে বাংলাদেশ সফরে আসছেন না ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটাররা। নিয়মিত টেস্ট অধিনায়ক জেসন হোল্ডার, ওয়ানডের অধিনায়ক কাইরন পোলার্ডের সঙ্গে আসছেন না ড্যারেন ব্রাভো, শামার ব্রুকস, রোস্টন চেজ, শেলডন কট্রেল, এভিন লুইস, শাই হোপ, শিমরন হেটমায়ার, নিকোলাস পুরান। এদের সঙ্গে ব্যক্তিগত কারণে সফরসঙ্গী হননি ফ্যাবিয়ান অ্যালেন ও শেন ডাওরিচ। এর ফলে বাংলাদেশ সফরে যারা আসছেন, তাদের নিয়ে গঠিত দলটা দ্বিতীয় সারিরই বলা চলে।