সচিবালয় এলাকায় শব্দদূষণ আগের চেয়ে বেশি
নয় দিনে সচিবালয় ও এর চারপাশের এলাকায় শব্দের মাত্রা ৬০ ডেসিবেলের নিচে একবারও নামেনি। কখনো কখনো তা উঠেছে ১২৯ ডেসিবেলের বেশি। ২০১৯ সালে এলাকাটিকে নীরব এলাকা ঘোষণা করা হলেও উচ্চ শব্দের পরিমাণ এখানে এতটুকু কমেনি। গবেষকেরা বলছেন, এমন মাত্রার উচ্চ শব্দ শ্রবণক্ষমতা ক্ষতি করতে যথেষ্ট।
উচ্চ শব্দ নিয়ে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের (ক্যাপস) এক গবেষণা প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে ক্যাপস ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে গবেষণাটির ফলাফল তুলে ধরা হয়।