চাঁদাবাজি হয়েছে তবে আমি জড়িত নই: কাউন্সিলর রতন
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মালিকানাধীন গুলিস্তানের পুরাতন বাজার হকার্স মার্কেট বা পোড়া মার্কেটের নকশা বহির্ভূত অবৈধ দোকানের বৈধতা দেওয়ার নামে সংস্থাটির ২০ নং ওয়ার্ড কাউন্সিলর ফরিদ উদ্দিন রতনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করেছেন মার্কেটের ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের অভিযোগ ছিল কাউন্সিলর রতন সংস্থার মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের নামে বিপুল অঙ্কের অর্থ আদায় করেন।
গণমাধ্যমে প্রকাশিত এমন খবরের পর মেয়র তাপস কাউন্সিলর রতনকে কারণ দর্শাও নোটিশ প্রদান করেন। নোটিশের জবাবে কাউন্সিলর রতন সেই চাঁদাবাজির কথা স্বীকারও করেন। তবে বলেন, ওই মার্কেটে চাঁদাবাজি হয়েছে। তবে এর সঙ্গে তিনি জড়িত নন। তাছাড়া কারা এই চাঁদাবাজির সঙ্গে জড়িত তিনি তাদের নামও গোপন রেখেছেন। এ অবস্থায় তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করলে তার অপূরণীয় ক্ষতি হয়ে যাবে বলেও দাবি করেন তিনি।