প্রশাসনের মাঠপর্যায়ের কর্মকর্তাদের অনেকে শৃঙ্খলা বা আচরণবিধি মানছেন না। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নির্দেশিকা মানা নিয়েও অনেকের অনিচ্ছা দেখা যাচ্ছে। ফলে কখনো কখনো তাঁরা সাধারণ মানুষের সঙ্গে অসংগত আচরণ করছেন। ক্ষমতার অন্যায্য ব্যবহার করছেন। কেউ কেউ অপরাধেও জড়িয়ে পড়ছেন। এমন নানা অভিযোগসহ গত বছর করোনাকালেও ৮৮টি বিভাগীয় মামলার শুনানি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
সম্প্রতি রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বক্তব্য দেওয়ার সময় জনপ্রশাসনসচিব শেখ ইউসুফ হারুন প্রশাসন-পরিবারের কিছু সদস্যের ভুলত্রুটির কথা তুলে ধরেন। তাঁর বক্তব্য প্রশাসন ও প্রশাসনের বাইরে অনেকে স্বাগত জানিয়েছেন। প্রশাসনের ভেতরের কেউ কেউ অবশ্য এতে অখুশি হয়েছেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.