![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-01%252F99e619f7-cec9-4fe5-b45a-69781a4de82f%252FFilm__Binodon_Online_.png%3Frect%3D273%252C0%252C3806%252C1998%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
সিনেমার দুঃসময়ে সক্রিয় তরুণ নির্মাতারা
একসময়ের আলোচিত পরিচালকদের প্রায় কেউই এখন ছবি বানান না। সেই তালিকায় আছেন এ জি মিন্টু, দেওয়ান নজরুল, সোহানুর রহমান সোহান, কাজী হায়াত, এফ আই মানিক, মনতাজুর রহমান আকবর। তাঁদের দু–একজন বছরে একটি বা দুটি ছবি বানান। জ্যেষ্ঠ এই পরিচালকদের পরের প্রজন্ম জাকির হোসেন রাজু, সাহাদত হোসেন লিটন, বদিউল আলম খোকন, শাফিউদ্দিন সাফি, শাহিন সুমন, ওয়াজেদ আলী সুমনদেরও কাজে তেমনটা দেখা যাচ্ছে না এই করোনাকালে।
চলচ্চিত্র–সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, করোনাকালে বিনোদন অঙ্গনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সিনেমা। এই সময়ে চলচ্চিত্র নির্মাণ ও মুক্তি দুই–ই কমেছে। এই দুঃসময়ে আশার আলো দেখাচ্ছেন কয়েকজন তরুণ নির্মাতা, যাঁরা বিএফডিসিকেন্দ্রিক বাণিজ্যিক ধারার সিনেমা নির্মাণে সক্রিয়। এই তালিকায় আছেন দীপংকর দীপন, রায়হান রাফি, সৈকত নাসির, অপূর্ব রানা, শামীম আহমেদ রনি, অনন্য মামুন, সাইফ চন্দন, বন্ধন বিশ্বাসের মতো পরিচালকেরা।