রাতে ঘুমের সময় ঘন ঘন পিপাসা কীসের লক্ষণ?
সময় টিভি
প্রকাশিত: ০৮ জানুয়ারি ২০২১, ০৮:২৩
অনেক সময় রাতে ঘুমানোর পর আমাদের গলা শুকিয়ে আসে। দীর্ঘদিন এমনটা হলে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। কারণ শারীরিক সমস্যা থাকলে ঘন ঘন পানির পিপাসা লাগতে পারে।
১। মূলত জেরোস্টোমিয়া নামের রোগের কারণে মুখে লালা কমে যায়। তখন ঘন ঘন পানি পিপাসা লাগে। ২। যাদের অ্যাজমার সমস্যা থাকে তারা নাকের বদলে অনেক সময় মুখ দিয়ে নিঃশ্বাস নেন। ঘুমোনোর সময়ও হা করে থাকেন। এতে মুখের লালা শুকিয়ে যায় এবং ঘন ঘন পানি পিপাসা লাগে।
- ট্যাগ:
- লাইফ
- ঘুম
- চিকিৎসা সেবা
- অসুস্থতার লক্ষণ