স্বতন্ত্র প্রার্থীর প্রচার মাইক ভেঙে নদে ফেলে দেওয়ার অভিযোগ

প্রথম আলো মোহনগঞ্জ প্রকাশিত: ০৭ জানুয়ারি ২০২১, ২১:৪০

নেত্রকোনার মোহনগঞ্জ পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী তাহমিনা পারভীনের নির্বাচনী প্রচার মাইক ভেঙে কংশ নদে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে পৌর এলাকায় ১ নম্বর ওয়ার্ডের নওহাল স্লুইস গেট এলাকায় আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী লতিফুর রহমানের কর্মী–সমর্থকেরা এই কাণ্ড ঘটান বলে অভিযোগ করেছেন তাহমিনা পারভীন।

মুঠোফোনে তাহমিনা পারভীন প্রথম আলোকে বলেন, বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে একটি ইঞ্জিনচালিত রিকশায় করে তাঁর দুজন সমর্থক নারকেলগাছ প্রতীকে প্রচারণা চালাচ্ছিলেন। নওহাল এলাকায় এলে আওয়ামী লীগের প্রার্থীর কয়েকজন কর্মী সংঘবদ্ধ হয়ে ওই রিকশার গতি রোধ করেন। পরে তাঁরা রিকশা থেকে তাঁর সমর্থকদের মারধর করে নামিয়ে মাইক ও ব্যাটারি ভেঙে নদে ফেলে দেন। বিষয়টি তিনি সঙ্গে সঙ্গে পুলিশসহ নির্বাচন কর্মকর্তাদের জানিয়েছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত