আমি পাবলিক প্রোপার্টি, আমার সন্তানরা নয়: এআর রহমান
বছর সাতেক আগে টাইমস অব ইন্ডিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে এআর রহমান জানিয়েছেন, সংগীত প্রতিভার বিষয়টি তিনি নিজে না বুঝলেও তার মা ঠিকই বুঝেছিলেন। এআর রহমানের বাবা সুর সমন্বয় করতেন। ৮ জন কম্পোজারের সঙ্গে দিন-রাত কাজ করতেন তিনি। এ আর রহমানের বয়স যখন মাত্র নয়, তখন তিনি বাবাকে হারান। এরপরের পাঁচ বছর এ আর রহমানের মা তার স্বামীর বাদ্যযন্ত্র ভাড়া দিয়ে খরচ চালিয়েছেন। অনেকেই পরামর্শ দিয়েছিলেন সেগুলো বিক্রি করে দেয়ার জন্য, কিন্তু তার মা বিক্রি করেননি।
তিনি বলেছিলেন, ‘আমার ছেলে আছে, ও দেখে রাখবে’। মায়ের সমর্থনেই কলেজের পড়াশোনা ছেড়ে সংগীতে মনোনিবেশ করেছিলেন এআর রহমান। শুধু বাদ্যযন্ত্র দেখে রাখেননি, সেগুলো দিয়েই পুরো পৃথিবীর সংগীত শ্রোতা মানুষকে বছরের পর বছর আচ্ছন্ন করে রেখেছেন তিনি।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১ বছর, ২ মাস আগে
১ বছর, ২ মাস আগে
১ বছর, ৩ মাস আগে
আনন্দবাজার (ভারত)
| বলিউড, মুম্বাই
১ বছর, ৭ মাস আগে
১ বছর, ৮ মাস আগে
১ বছর, ৮ মাস আগে