তিন বছর ধরে চলা সম্পর্কের ব্যাপক টানাপোড়েনের পর অবশেষে গলতে শুরু করেছে সৌদি আরব-কাতার সম্পর্ক। সব ধরনের সীমান্ত খুলে দেয়ার বিষয়ে একমত হয়েছে দুই দেশ। খবর আল জাজিরার
সোমবার কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী আহমাদ নাসের আল-সাবাহ বলেন, ‘কুয়েতের আমির শেখ নওয়াফের প্রস্তাবে সম্মত হয়ে সৌদি ও কাতারের মধ্যবর্তী আকাশ, স্থল এবং সমুদ্র সীমান্তগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সন্ধ্যা থেকেই যা কার্যকর হচ্ছে।’
দুই দেশ কথোপকথনে সম্পর্কোন্নয়নে জোর দিয়েছিল। জিসিসির শীর্ষ সম্মেলনে ভ্রাতৃত্বের সম্পর্কের উজ্জ্বল সম্ভাবনার বিষয়ে একটি বিবৃতিতে স্বাক্ষর করবে দুই দেশ।
এর আগে সন্ত্রাসবাদে সমর্থন ও ইরানের সাথে সম্পর্কের অভিযোগে ২০১৭ সালের জুনে কাতারের ওপর বিভিন্ন অর্থনৈতিক ও কূটনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিশর। একইসাথে সব ধরনের সীমান্ত বন্ধ করে দেওয়া হয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.