ওয়ার্নারের সঙ্গে হ্যারিসকে শুরুতে দেখতে চান ওয়ার্ন
সিডনিতে ভারতের বিরুদ্ধে তৃতীয় টেস্টে নামার আগে অস্ট্রেলিয়ার সব চেয়ে বড় চিন্তা ওপেনিং জুটি। ডেভিড ওয়ার্নার প্রথম দু’টেস্টে খেলতে না পারার ফলে ওপেনিং সমস্যায় ভুগছে টিম পেনের দল। অস্ট্রেলীয়দের আশা, সিডনিতে খেলতে পারবেন ওয়ার্নার। কিন্তু তাঁর সঙ্গী কে হবেন? জো বার্নস বাদ পড়ার পরে প্রাথমিক দলে এখন দু’জন ওপেনার আছেন। নবাগত উইল পুকভস্কি এবং মার্কাস হ্যারিস। যিনি আগের টেস্ট সিরিজে ভারতের বিরুদ্ধে ওপেন করেছিলেন।
কারা খেলতে পারেন সিডনিতে? অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্ন এবং প্রাক্তন ব্যাটসম্যান অ্যান্ড্রু সাইমন্ডস নিজেদের পছন্দের কথা জানিয়েছেন সে দেশের প্রচারমাধ্যমে। ওয়ার্ন চান, ওয়ার্নার এবং হ্যারিস ওপেন করুন টেস্টে। কেন, তার ব্যাখ্যাও দিয়েছেন প্রাক্তন লেগস্পিনার।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
কালের কণ্ঠ
| সিডনি ক্রিকেট গ্রাউন্ড
৩ বছর আগে
কালের কণ্ঠ
| সিডনি
৩ বছর আগে
৩ বছর আগে