পেলেকে ছাড়িয়ে গেলেন রোনালদো

এনটিভি ইতালি প্রকাশিত: ০৪ জানুয়ারি ২০২১, ১৭:২৫

কিংবদন্তি ফুটবার পেলেকে টপকে গেলেন বর্তমান সময়ের অন্যতম সেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। ক্লাব ও জাতীয় দল মিলে বিশ্বের সর্বোচ্চ গোলদাতার তালিকায় দুই নম্বরে উঠে এলেন তিনি। তাঁর সামনে এখন রয়েছেন কেবল অস্ট্রিয়ার ফুটবলার জোসেফ বিকান। তালিকায় চার নম্বরে রয়েছেন লিওনেল মেসি।

গোল ডটকমের খবরে জানা গেছে, ইতালিয়ান লিগে উডিনেজের বিরুদ্ধে জোড়া গোল করেন রোনালদো। প্রথম গোল করার পরই ছুঁয়ে ফেলেন পেলেকে। দ্বিতীয় গোল করে টপকে যান ব্রাজিলীয় কিংবদন্তিকে। পরের ম্যাচে এসি মিলানের বিরুদ্ধে খেলবে জুভেন্টাস। সেখানে বিকানকে স্পর্শ এবং টপকে যাওয়ার সুযোগ থাকছে রোনালদোর সামনে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও